নিটোর (পঙ্গু) হাসপাতালে ২০ বেডের নতুন আইসিইউ ইউনিট উদ্বোধন

প্রকাশিত : জুন ৪, ২০২৩ , ১১:১১ অপরাহ্ণ

সংগৃহীত চিত্র।

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) এর নবনির্মিত আধুনিক মানের বিশটি আইসিইউ বেড সংবলিত নতুন ইউনিট রবিবার উদ্বোধন করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন আইসিইউ কেন্দ্রটি উদ্বোধন করেন। উদ্বোধন শেষে নবনির্মিত আইসিইউ বেড উদ্বোধন উপলক্ষ্যে হাসপাতালের অডিটোরিয়াম হলে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, এই নিটোর হাসপাতালটি জাতির পিতা মহান মুক্তিযুদ্ধে আহত বীর মুক্তিযোদ্ধাদের কথা ভেবে স্থাপন করেছিলেন। এখন সেই হাসপাতালে এক হাজার বেড স্থাপন করা হয়েছে। বছরে এখানে লক্ষাধিক মানুষ চিকিৎসা নিয়ে সুস্থ হচ্ছেন। অন্যদিকে দেশে প্রতিদিনই সড়ক দুর্ঘটনা ঘটছে। হাজারো মানুষ দুর্ঘটনায় আহত হচ্ছে, পঙ্গুত্ব বরণ করছে। দুর্ঘটনায় চিকিৎসার জন্য দেশে এর থেকে ভালো আর কোনো হাসপাতাল নেই। এজন্য এই হাসপাতালকে আরো যুগোপযোগী করতে যা দরকার সবই করা হবে। এবারের বাজেট প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এবারের বাজেট দেশের দরিদ্র মানুষের জন্য করা একটি আশীর্বাদ বাজেট। এই বাজেটে স্বাস্থ্যখাতের জন্য অর্থ বরাদ্দ কিছুটা বাড়ানো হলেও তা প্রয়োজনের তুলনায় কম। এবারের করোনা আমাদের বুঝিয়ে দিয়েছে স্বাস্থ্যখাত আমাদের জন্য খুব জরুরি একটি খাত। এই খাতে আমাদের গুরুত্ব আরো বেশি দিতে হবে। এর আগে স্বাস্থ্যমন্ত্রী নিটোর হাসপাতালের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন এবং চিকিৎসারত রোগী, চিকিৎসক ও নার্সদের সাথে কথা বলেন। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলমের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক জামাল হোসেন, স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (হাসপাতাল) নাজমুল হক খান এবং জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) এর পরিচালক অধ্যাপক আব্দুল গণি মোল্লা।

[wps_visitor_counter]