প্রধানমন্ত্রীর উপহারের ঘরের দাবিতে ভূমিহীন গৃহহীনদের মানববন্ধন

প্রকাশিত : জুন ৬, ২০২৩ , ১১:১০ অপরাহ্ণ

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের ঘরের দাবিতে মানববন্ধন করেছে অর্ধশতাধিক ভূমিহীন-গৃহহীন পরিবারের সদস্যরা। মঙ্গলবার (০৬ জুন) বেলা ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সদর উপজেলার বারোঘরিয়া নতুন বাজারের ভূমিহীন-গৃহহীন পরিবারের ব্যানারে বিভিন্ন বয়সী নারী-পুরুষ মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে বক্তারা বলেন, আমরা প্রায় ৫৫টি পরিবার ভূমিহীন-গৃহহীন। যার কারনে দীর্ঘ সময় ধরে রাস্তার পাশের খাস জায়গায় বসবাস করছি। দীর্ঘদিন ধরে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনকে বলেও প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছি না। উল্টো যারা সমাজের বিত্তবান, সামর্থ্যবান তাদেরকে ঘর দেয়া হয়েছে। যেসব ঘরে কেউ বসবাস করেনা। তাই প্রকৃত ভূমিহীন-গৃহহীন হওয়ায় প্রধানমন্ত্রীর উপহারের দাবি জানায়। মানববন্ধনে বক্তব্য রাখেন, তানু খাতুন, আকলিমা খাতুন, খাতিজা খাতুন, অনিতা রানি, নাজমা বেগমসহ অন্যান্যরা। পরে তারা জেলা প্রশাসকের নিকট লিখিতভাবে তাদের দাবি জানান। এসময় জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন প্রকৃত ভূমিহীন-গৃহহীনদেরকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর প্রদানের বিষয়ে প্রতিশ্রুতি দেন।

[wps_visitor_counter]