মৌলভীবাজার ফাউন্ডেশন এর সভাপতি সাকিবুর সম্পাদক মামুন

প্রকাশিত : নভেম্বর ৩০, ২০২৩ , ৫:৫৫ অপরাহ্ণ

মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: শিক্ষা, সেবা, উন্নয়ন এই স্লোগানকে সামনে রেখে আর্ত-মানবতার সেবায় গঠিত স্বেচ্ছাসেবামূলক সংগঠন “মৌলভীবাজার ফাউন্ডেশন” এর ২০২৩-২০২৫ মেয়াদের জন্য কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) শহরের স্থানীয় একটি হলরুমে সাধারণ সভার মাধ্যমে ২০২৩-২০২৫ মেয়াদের জন্য মৌলভীবাজার ফাউন্ডেশন এর সভাপতি পদে সাকিবুর রহমান মেরাজ এবং সাধারণ সম্পাদক পদে আব্দুল্লাহ আল মামুন-কে নির্বাচিত করা হয়। মৌলভীবাজার ফাউন্ডেশন এর ২০২৩-২০২৫ মেয়াদের কমিটির অন্যান্যরা হলেন- অর্থ সম্পাদক: আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক-সাইফ উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক- রিপন মিয়া, ছাত্রকল্যাণ সম্পাদক-জুবায়ের আহমেদ, দপ্তর সম্পাদক-মো: সজিব মিয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক- ডাঃ আজিম উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক-তারেক আহমদ আলামিন, ক্রীড়া বিষয়ক সম্পাদক-সৈয়দ ইবাদুল ইসলাম, প্রবাস সম্পাদক- কয়েছ মিয়া। নির্বাহী সদস্য ইসমাইল হোসেন, রাবেল মিয়া, আজমল হোসেন ও মাহি উদ্দিন। উপদেষ্টা হিসেবে মৌলভীবাজার জেলা জজ কোর্টের বিজ্ঞ আইনজীবী বিল্লাল হোসেন, জেলা লিগ্যাল এইড এর প্যানেল আইনজীবী সালেহ আহমেদ রিপন, আইনজীবী ইমরান লস্কর, আইনজীবী রেহানা আক্তার, ইম্পিরিয়েল কলেজ এর প্রতিষ্ঠাতা পরিচালক সিতাব আলী, সূর্যপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: আব্দুল কাইয়ুম, কাগাবলা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক- আশরাফুল হক জুবেল। উপস্থিত অন্যান্য সদস্য-গণসহ সংশ্লিষ্টরা উক্ত সংগঠনের জন্য কাজ করার প্রতিশ্রুতি প্রদান করেন বলেন, সবাই মিলে ঐক্যবদ্ধতার মাধ্যমে সংগঠনের কার্যক্রম চালিয়ে যাবো। উপদেষ্টারা সংগঠনের ভূয়সী প্রশংসা করেন ও আগামী দিনে সংগঠনের কার্যক্রম পরিচালনা সংক্রান্ত দিক নির্দেশনা প্রদান করেন। এ সময় ফাউন্ডেশন এর জন্য “মৌলভীবাজার ডট ওআরজি” নামে একটি ওয়েবসাইট উদ্বোধন করা হয়।

[wps_visitor_counter]