মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: জাগরণ প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন (জেপিকেএফ)-এর (১০ আগস্ট-২০২৪ থেকে ১০ই-আগস্ট-২০২৭ইং) তৃতীয় মেয়াদে সাদিকুর রহমান মিন্টু (লন্ডন)-কে সভাপতি ও মোঃ খালেদ আহমেদ, (সৌদি আরব)-কে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১০ আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ) সামাজিক যোগাযোগ- ভার্চুয়াল আলোচনার মাধ্যমে এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন- আব্দুল আউয়াল সহ-সভাপতি (সৌদি-বাংলাদেশ), সালেহ আহমদ যুগ্ম সাধারণ সম্পাদক (সৌদি আরব), আব্দুল মুকিত সাংগঠনিক সম্পাদক (সৌদি আরব), মোঃ রিমন মিয়া সহ-সাংগঠনিক সম্পাদক (দুবাই), ইকবাল হোসেন কোষাধ্যক্ষ (সৌদি আরব), করিম আহমেদ বাচ্চু সহকারী কোষাধ্যক্ষ (সৌদি আরব), আনোয়ার হোসেন মিডিয়া প্রচার সম্পাদক (দুবাই), রমিজ আহমেদ রিপন সহকারী প্রচার সম্পাদক (কুয়েত), ইসমাইল হোসেন ক্রীড়া সম্পাদক(দুবাই), রুবেল আহমদ যুগ্ম ক্রীড়া সম্পাদক(ফ্রান্স), আব্দুল করিম লিটন ইসলামী ধর্মবিষয়ক সম্পাদক (সৌদি আরব),জুয়েল আহমেদ সহকারী ইসলামী ধর্মবিষয়ক সম্পাদক (ফ্রান্স), মোছা: সামিরা আক্তার মহিলা বিষয়ক সম্পাদক (দুবাই)। সদস্য বৃন্দের নাম ঃ- রাজু আহমেদ সফর প্রধান নির্বাহী সদস্য (সৌদি আরব), কারিদ আলী (সৌদি আরব), সায়েম আহমেদ টিটু (সৌদি আরব), সামসুদ্দীন মিয়া (সৌদি আরব), সামসুদ্দীন মিয়া-২ (সৌদি আরব), ছায়েদ আলী (দুবাই), রিপন রহমান (ফ্রান্স),জায়েদ আহমেদ সাগর (সৌদি আরব), বাবুল মিয়া (দুবাই), খালেদ মিয়া (দুবাই), রমিজ আহমদ রিপন-২ (কুয়েত), মোঃ সেফু মিয়া (কাতার), মুক্তার আলী (কাতার), সায়েম আহমেদ (কাতার -বাংলাদেশ) ও হেলাল আহমেদ (সৌদি আরব)। উপদেষ্টা মণ্ডলীর নাম: আব্দুল জালাল (সৌদি আরব), এম জোনাব আলী (ইটালী), আব্দুল মাজিদ (দুবাই), আব্দুল মতিন (সৌদি আরব), খালিছ মিয়া (সৌদি আরব)।