ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে অভিযান চালিয়ে ২৮০০ লিটার চোরাই ডিজেল ও পাম-ওয়েল তেল জব্দ করেছে কোস্টগার্ড। বুধবার (২৬ অক্টোবর) ভোরে উপজেলার নলচিরা ঘাট এলাকা থেকে এসব তেল জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ড হাতিয়া স্টেশনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কে এম শফিউল কিঞ্জল। তিনি বলেন, ভোরে কোস্টগার্ড দক্ষিণ জোন হাতিয়া স্টেশনের একটি দল অভিযান চালিয়ে ২০০০ লিটার ডিজেল এবং ৮০০লিটার চোরাই পাম-ওয়েল জব্দ করে। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে তেল চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে জব্দ-কৃত তেল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হস্তান্তর করা হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।