ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ৭ ডিসেম্বর ২০২৩ তারিখের স্মারক নম্বর: ১৬.০০.০০০০.০০৩.১৮.০০৬.১৯-১৮৫৫ মোতাবেক সরকারিভাবে ট্রেন ব্যতীত সাধারণ হজ প্যাকেজে হজযাত্রী নিবন্ধন অপশন বাতিল করে। শুধু ট্রেনসহ সাধারণ প্যাকেজে নিবন্ধন কার্যক্রম চলমান রেখেছিল। ২০২৪ সনের হজে সরকারি মাধ্যমে যেসকল হজযাত্রী ট্রেন ব্যতীত সাধারণ হজ প্যাকেজে নিবন্ধন করেছেন তাদের অবশিষ্ট ৮ হাজার ৫৫০ টাকা ধর্ম মন্ত্রণালয় হতে খাবার বাবদ ফেরত-যোগ্য ৩৫ হাজার টাকা হতে কর্তন করা হবে। এ কারণে ২০২৪ সনের হজে সরকারিভাবে ট্রেন ব্যতীত সাধারণ হজ প্যাকেজে নিবন্ধনকারী হজযাত্রীগণকে সৌদি আরবে যাওয়ার সময় খাবার বাবদ প্রয়োজনীয় টাকা সাথে নিতে হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।