All Menu

মানুষ মহাপরিকল্পনাবিদের মহাপরিকল্পনার অংশ

আমি পরিকল্পনা করি এক, মহান পরিকল্পনাবিদ আমার জন্য পরিকল্পনা করেন আরেক! আমার জন্য রবের প্রত্যেকটি পরিকল্পনা আমার পরিকল্পনার চেয়ে উত্তম ছিল। তিনি কখনো আমাকে ঠকাননি বরং অযুতবার আমাকে আশাতীত আনন্দিত করেছে। আমি যেসব নেয়ামত পাওয়ার যেগ্য না তাও তো তিনি আমায় দিয়েছেন। কত সম্মান, কত শ্রদ্ধা-ভালোবাসার বন্ধন দিয়েছেন। আলহামদুলিল্লাহ। শুকরান লিল্লাহ।

আপনার জীবনে আপনার অধিকাংশ পরিকল্পনা কোন কাজে আসবে না বরং বেহুদা যাবে। তিনি যে পরিকল্পনা আপনার জন্য নির্ধারণ করে রেখেছেন তাই হবে। আপনি আপনাকে সম্মানিত করতে পারেন আবার অসম্মানিতও করতে পারেন। তিনি কী করবেন তার অনেকটাই আপনার কর্মের দ্বারা ফয়সালা হয়। সে কর্ম কেবল অতীত কর্ম নয় বরং ভবিষ্যৎ কর্মও। তিনি আপনার ভূত-ভবিষ্যৎ জানেন। আপনার কীসে মঙ্গল আর কী অর্জন করেছেন – তা তার জ্ঞাতসারের বাইরে নয়।

আমরা যা চাই তার অধিকাংশ পাই না। যা করবো ভাবি তার অধিকাংশ করতে পারি না। যদি আমার পরিকল্পনায় সবকিছু ঘটতো তবে আমার চাওয়ামাত্র প্রাপ্তি ঘটতো। কিন্তু সেসব হয়? আমার পরিকল্পনার চেয়ে যার পরিকল্পনা আরও নিখুঁত, আরও উত্তম এবং আমার জন্য আরও মঙ্গলের সেসবই কেবল ঘটে। আমরা আনন্দিত হই কিংবা হতাশা প্নকাশ করি! অথচ তিনি ন্যায়বিচারের বাইরে কিছুই ফয়সালা করেন না।

খেয়াল করলে দেখবেন- আপনার অনাকাঙ্ক্ষিত এমন অনেককিছুই ঘটে যার যোগ্য কোনদিন নিজেকে মনে হয়নি। আবার ক্ষমতার চূড়ায় থেকেও ধপাস করে পতন ঘটে। কী আছে কপালে- তা কপাল দেখে পড়া যায় না বরং কর্ম দেখে বোঝা যায়। কাজেই পতনে ভেঙ্গে পড়া কিংবা উত্থানে উচ্ছ্বসিত হওয়ার আগে ভাববেন- খোদার খেলা এখানেই শেষ নয়। গোপনে কিংবা প্রকাশ্যে- আপনার/আমার প্রত্যেকটি কাজের হিসাব তার কাআে আছে। তিনি বেহিসাব সুকুন দিলেও হিসাব করে দুঃখ দেন!

শুকরান লি কুল্লি হাল। অন্তরে প্রশান্তি অনুভব করবেন। যতবেশি অভিযোগ থাকবে, যত করবেন অনুযোগ কিংবা যতবার নসীবকে করবেন দায়ী- ততবেশি বারকাহ খোওয়া যাবে। অনেক আছে এর সাথে বরকত সম্পর্কিত নয়। বরং অল্পকিছু নিয়েও সুখে আছে, বিপদ থেকে দূরে আছে এবং প্রিয়জনদের নিয়ে নিরাপদ আছেন- এটাই খোদার সবচেয়ে দামি উপহার। অনেককিছু নিয়েও হতাশা-স্বপ্নভঙ্গ, আফসোস কিংবা বিপর্যয়- এমন জীবনে রহমানের রহমত নাই। পরিতৃপ্ত থাকুন, শোকরানা প্রকাশ করুন। হায় হায় করলে জীবনের সব সুখ বায় বায় বলে বিদায় বলবে। রব কৃতজ্ঞ গোলামকে পছন্দ করেন। হৃদয়ের প্রশান্তির মত বড় কোন উপহার নাই।

রাজু আহমেদ, প্রাবন্ধিক।
[email protected]

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top