পঞ্চগড়ে ২ প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা

প্রকাশিত : এপ্রিল ২৩, ২০২২ , ৯:১৩ অপরাহ্ণ

ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:পঞ্চগড়ে বাজার তদারকি অভিযানে ২ প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড়। শনিবার (২৩ এপ্রিল) বিকেলে পঞ্চগড় সদর বাজারে অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড় কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন। অভিযান সূত্র জানায়, বিকেলে বাজার তদারকি অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘন-জনিত কারণ করে দইয়ে লেবেল না থাকায় ও মিষ্টি খোলা রাখার দায়ে তিশা সুইটসকে ৪ হাজার ও একই অপরাধে পাবনা সুইটসকে ৩ হাজারসহ মোট ২টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়াও ফলের দোকান, ভোজ্য তেলের দোকান, মাংস, মুরগির দোকান এবং কাঁচাবাজারসহ অন্যান্য পণ্য ন্যায্য মূল্যে বিক্রি সহ ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা প্রদান করা হয়।