ত্রিশালে ছোটভাইকে হত্যার দায়ে ভাই-ভাবী গ্রেফতার

প্রকাশিত : এপ্রিল ২৭, ২০২২ , ১১:০৫ অপরাহ্ণ

মোঃ আজিজুর রহমান ভূঁঞা বাবুল, ময়মনসিংহ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:ময়মনসিংহের ত্রিশালে বাড়ির পাশের রাস্তা নিয়ে বিরোধে ছোটভাইকে লাঠি দিয়ে মাথায় তাকে আঘাত করে হত্যার ঘটনায় মামলায় বড়ভাই ও ভাবীকে গ্রেফতার করেছে র‌্যাব।
বুধবার (২৭ এপ্রিল) ভোর সাড়ে পাঁচটার দিকে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার কুতুবপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন-ত্রিশাল উপজেলার রায়মনি গ্রামের ফকিরবাড়ী এলাকার আঃ লতিফ ও তার স্ত্রী শেফালী বেগম। আর নিহত ব্যক্তি আব্দুল মতিন গ্রেফতারকৃত আঃ লতিফের সহোদর ছোট ভাই। ময়মনসিংহ র‌্যাব-১৪ সদর দপ্তরের কোম্পানি অধিনায়ক মেজর আখের মুহম্মদ জয় এ বিষয়টি নিশ্চিত করে মামলার বরাত দিয়ে তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে ছোটভাই মতিন ও বড়ভাই লতিফের মধ্যে বাড়ির পাশের একটি রাস্তা নিয়ে বিরোধ চলছিল। এর জেরে ওই রাস্তায় লতিফ মাচা দিয়ে লাউ চাষ করে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ছোটভাই মতিন গত ১৬ এপ্রিল লাউয়ের গাছ উপড়াতে গেলে লতিফ ও তার স্ত্রী শেফালী লাঠি দিয়ে তাকে মাথায় আঘাত করে। এ সময় পরিবারের লোকজন আব্দুল মতিনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরবর্তীতে এ ঘটনায় গত ১৮ এপ্রিল নিহতের স্ত্রী বাদী হয়ে লতিফ ও শেফালীকে আসামি করে মামলা করেন। মামলার পর থেকেই বাড়ি থেকে পালিয়ে যান আসামীরা।তিনি আরও জানান,র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে তাদের অবস্থান জানতে পেরে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার কুতুবপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

[wps_visitor_counter]