তারাকান্দায় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যকে কুপিয়ে হত্যা:আটক ১

প্রকাশিত : মে ৯, ২০২২ , ৬:০২ অপরাহ্ণ

মোঃ আজিজুর রহমান ভূঁঞা বাবুল, ময়মনসিংহ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:ময়মনসিংহের তারাকান্দায় মনোরঞ্জন সাংমা ওরফে মন্টু (৬৫) নামে এক অবসরপ্রাপ্ত বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) সদস্যকে নিজ ঘরের বারান্দায় কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিবেশী শিমুল চাম্বু গং (২০) নামে একজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। রবিবার (০৮ মে) রাত সাড়ে সাতটার দিকে তারাকান্দা উপজেলার ঢাকুয়া ইউনিয়নের ঢাকুয়া পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মনোরঞ্জন সাংমা ওরফে মন্টু তারাকান্দা উপজেলার ঢাকুয়া ইউনিয়নের ঢাকুয়া পশ্চিমপাড়া গ্রামের বোলানাথ সাংমার ছেলে। আর এ ঘটনায় গ্রেফতারকৃত শিমুল চাম্বু গং একই এলাকার আসুতোষ চাম্বু গংয়ের ছেলে।
এ বিষয়ে নিহতের ছেলে সুজল সাংমা(৩৪)জানান,বিভিন্ন কারণে প্রতিবেশী আশুতোষ স্কু এর পরিবারের সাথে আমাদের মনোমালিন্য রয়েছে। গাছ নিয়ে প্রায় ১৫ বছর পূর্বে একটি মামলার কথাও জানান তিনি।এই মামলার ঘটনার জেরেই এমন ঘটনা ঘটিয়েছে শিমুল চাম্বুগং এমনটাই ধারনা তার।এ সময় শিমুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করেন তিনি। তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল খায়ের এ বিষয়টি নিশ্চিত করে বলেন, মনোরঞ্জন সাংমাকে তার নিজ ঘরের বারান্দায় কুড়াল দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করলে ঘটনাস্থলেই সে মারা যায়। ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে নিহতের ছেলে বাদী হয়ে তারাকান্দা থানায় (মামলানং-০৬,তারিখ ০৯/০৫/২০২২ ইং) একটি হত্যা মামলা দায়ের করেছেন। আসামী থানা হেফাজতে রয়েছে। ওসি আবুল খায়ের বলেন, সোমবার (০৯ মে) মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

[wps_visitor_counter]