বগুড়ার দুপচাঁচিয়ায় নকল সোনার মূর্তিসহ ৪জন গ্রেফতার

প্রকাশিত : জুন ৯, ২০২২ , ৩:৪৩ অপরাহ্ণ

নজরুল ইসলাম মিন্টু, বগুড়া জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় নকল সোনার মূর্তিসহ চারজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)। সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাতে দুপচাঁচিয়া উপজেলার খোলাশ মধ্যপাড়া গ্রামে অভিযান চালিয়ে তিনটি নকল স্বর্ণের মূর্তিসহ তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন দুপচাঁচিয়ার খোলাশ মধ্যপাড়া গ্রামের মোমেনা বিবি (৩৫), কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ইসলামপুর গ্রামের বয়সী শহিদুল ইসলাম (৪৮), দুপচাঁচিয়া উপজেলার তালুচ গ্রামের আব্দুর রশিদ (৬০) ও একই গ্রামের সামছুল ইসলাম (৩২)। বিষয়টি নিশ্চিত করেন বগুড়া র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার (সহকারী পুলিশ সুপার) মো. নজরুল ইসলাম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নকল সোনার মূর্তিসহ চারজনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেন যে, তারা দীর্ঘদিন ধরে নকল সোনার মূর্তি দিয়ে জনসাধারণকে প্রতারিত করে আসছিলেন। প্রতারণার মাধ্যমে বড় অঙ্কের টাকা হাতিয়ে নেন তারা। এছাড়াও তাদের কাছ থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা, মুঠোফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়।

[wps_visitor_counter]