শিবগঞ্জে গোয়ালঘর-টিনের ছাউনি ভাঙচুরের অভিযোগ

প্রকাশিত : জুন ১০, ২০২২ , ৭:৪৪ অপরাহ্ণ

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গবাদি পশুর গোয়ালঘর, টিনের ছাউনি ও তার কাঁটার বেড়া গুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষরা। এ নিয়ে শুক্রবার ভুক্তভোগী শিবগঞ্জ পৌর এলাকার দেবিনগর মহল্লার হাবিবুর রহমানের ছেলে আলমগীর বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩৫-৪০ জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। এজাহারে বলা হয়, আলমগীরের পিতার সম্পত্তি চিরস্থায়ী নিষেধাজ্ঞার প্রার্থনায় চলতি বছরের ১৮ মে ৮২/২২ মামলা দায়ের করেন। মামলায় প্রতিপক্ষরা অন্যায়ভাবে জমিতে প্রবেশ করতে না পারে বা নালিশী জমিতে অবস্থিত অবকাঠামো ভাঙচুর করতে না পারে মর্মে নোটিশ জারির শুনানির অপেক্ষায় থাকায় এবং ১৮ মার্চ প্রতিপক্ষরা সম্পত্তি দখল করতে গেলে বাধা দিয়ে মারপিটের ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্রে করে গত মঙ্গলবার আলমগীর শিবগঞ্জ আমলী আদালতে সিআর ৪১৯/২২ (শিব) মামলা দায়ের করেন। এরই জেরে প্রতিপক্ষের লোকজন আলমগীরের গবাদি পশুর গোয়ালঘর, টিনের ছাউনি ও তার কাঁটার বেড়া গুড়িয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে প্রতিপক্ষ রাশিদুল ইসলাম বলেন, মীমাংসায় হাজির হননি আলমগীরের লোকজন। শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, এখন পর্যন্ত লিখিত এজাহার হাতে পাননি। পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

[wps_visitor_counter]