সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের নোয়াখালী পুলিশ সুপারের হুশিয়ারি

প্রকাশিত : জুন ১১, ২০২২ , ৫:০৬ অপরাহ্ণ

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের ব্যাপারে পুলিশ সুপারের হুশিয়ারি উচ্চারণ করেছেন নোয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম। সকালে এক ক্ষুদে বার্তায় তিনি গণমাধ্যমকে জানান, আমরা সর্বস্তরের সাধারণ জনগণ সকল শ্রেণী-পেশার মানুষ ও ধর্মপ্রাণ মুসলিম ভাই বোনদের প্রতি আহ্বান থাকবে শান্তিপূর্ণ অবস্থানে থেকে সকলে সকলের প্রতিবাদ যাপন করবেন। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম কখনো অন্য ধর্মের অনুভূতিতে আঘাত করে না। অতীতে ও ধর্ম ভীরু ভাই-বোনদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় চলতে দেখেছি খুব সুন্দর ভাবে। সবার প্রতি বিনয়ের সাথে অনুরোধ থাকবে ধর্ম যার যার, রাষ্ট্র আমাদের সবার, আমাদের বাংলাদেশ রাষ্ট্রকে আমাদের সবাইকে মিলে মিশে রক্ষা করতে হবে। আমরা সবাই শেষ নবীর উম্মত সেটা ভুলে গেলে চলবে না সবার। অতীতেও কোন অন্যায় কারী অন্যায় করে বিচারের হাত থেকে রক্ষা পায়নি এখনো পাবেনা,, বিচারের প্রতি পূর্ণ আস্থা রাখুন,, সবাই ধৈর্য ধারণ করুন। কোন সাম্প্রদায়িক জঙ্গিদেরকে কোনো সুযোগ দেওয়া যাবে না। নোয়াখালী জেলা পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন,, নোয়াখালী জেলা পুলিশ আপনাদের নিরাপত্তায় পাশে আছে সর্বদা সবসময়। এদিকে হযরত মোহাম্মদ স. কে অবমাননার প্রতিবাদে গতকাল শুক্রবার জুমার নামাজের পর জেলার বিভিন্ন এলাকায় তৌহিদী জনতার মিছিল সমাবেশ হলেও প্রশাসনের কঠোর নিরাপত্তার কারণে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নোয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম জানান, যে কোন প্রকার নাশকতা ঠেকাতে প্রস্তুত রয়েছে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী। জেলা গুরুত্বপূর্ণ স্থাপনা ও স্থানসমুহে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।

[wps_visitor_counter]