মৌলভীবাজার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স

প্রকাশিত : জুন ১৩, ২০২২ , ৭:০৬ অপরাহ্ণ

মশাহিদ আহমদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:মৌলভীবাজার জেলার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহম্মদ আলী আহসান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কনফারেন্সে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জগলুল হক, বেগম মুমিনুন্নিসা খানম, সাইফুর রহমান,জনাব মোহাম্মদ দাউদ হাসান ও বেগম হোসনে আরা বেগম, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম. মিজবাহ উর রহমান ও মোহাম্মদ জিয়াউল হক. বিজ্ঞ সহকারী জজ মুমিনুল হক, বিভাগীয় বন কর্মকর্তা, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মোঃ রেজাউল করিম চৌধুরী, জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সভাপতি এ.এস.এম আজাদুর রহমান, বিজ্ঞ অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কৃপাসিন্ধু দাশ, আবাসিক মেডিকেল অফিসার, ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ডাঃ আহমদ ফয়সাল জামান, জেল সুপার, সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর; বিভাগীয় বন কর্মকর্তা, বন বিভাগ, সিলেট-এর প্রতিনিধি রেঞ্জ কর্মকর্তা, কোম্পানি কমান্ডার র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্প-এর প্রতিনিধি ডিএডি. সেক্টর কমান্ডার বিজিবি সদর দপ্তর শ্রীমঙ্গল-এর প্রতিনিধি, সহকারী পরিচালক পরিদর্শক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কোর্ট পুলিশ পরিদর্শক, পিবিআই-এর প্রতিনিধি ইন্সপেক্টর, সিআইডি-এর প্রতিনিধি ইন্সপেক্টর এবং জেলার বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জগণ। কনফারেন্সের শুরুতে বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহম্মদ আলী আহসান-এর সদয় অনুমতিক্রমে স্বাগত বক্তব্য প্রদান করেন- অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার। তিনি কনফারেন্সে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন-ক্রমে তিনি তাঁর স্বাগত বক্তব্যে মৌলভীবাজার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মামলার বিবরণ ও বিভিন্ন থানার মুলতবি পরোয়ানার বিবরণ তুলে ধরেন। আদালতে সাক্ষীর উপস্থিতির হার ইতো:পূর্বেকারের চেয়ে অধিক হওয়ায় বিজ্ঞ ম্যাজিস্ট্রেট-গণসহ উপস্থিত সকলে সন্তোষ প্রকাশ করেন। তবে, প্রেরণ না করায় এবং সময়সীমা নির্ধারিত এরূপ মামলায় যথাসময়ে তদন্ত প্রতিবেদন দাখিল না করায় উদ্বেগ প্রকাশ করেন।

[wps_visitor_counter]