নির্বাচনের কাজ করে বাড়ি ফেরা হলোনা ফয়সালের

প্রকাশিত : জুন ১৬, ২০২২ , ৩:৫৭ অপরাহ্ণ

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পছন্দের প্রার্থীর নির্বাচনে কাজ করে বাড়ি ফেরা হলোনা ফয়সালের(২০)। তার আগেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সড়কেই প্রাণ হারান তিনি। বুধবার দিনগত গভীর রাতে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী- সোনাইমুড়ী সড়কের মীর ওয়ারিশপুর মাদ্রাসার সামনে (দোফা বাড়ি) দুর্ঘটনায় ঘটনাস্থলেই মো: ফয়সাল নিহত হয়। একই দুর্ঘটনায় আহত হয় তার বন্ধু আবদুল হামিদ(২১) । নিহত ফয়সাল বেগমগঞ্জ উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের মোহাব্বতপুর গ্রামের কাবিল মুন্সি বাড়ির আলী হোসেনের ছেলে। ফয়সালের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মীরওয়ারিশপুর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান শাহজাহান সাজু জানান, বুধবার দিনভর ফয়সাল ও হামিদ নৌকা মার্কার সমর্থকের হয়ে কাজ করে। নির্বাচনের কাজ শেষে আড্ডা দিয়ে রাত প্রায় ১২ টার দিকে তারা মোটর সাইকেল-যোগে মীরওয়ারিশপুর থেকে বাড়িতে যাচ্ছিলো। তাদের মোটর সাইকেলটি ঘটনাস্থলে পৌঁছামাত্র দুর্ঘটনার শিকার হয়। এতে ফয়সাল ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত হামিদকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা দুজনেই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ(ওসি) মৃদুল কান্তি কুরি জানান, কি ভাবে মোটর সাইকেলটি দুর্ঘটনার শিকার হয়েছে তা নিশ্চিত ভাবে বলা যাচ্ছেনা। মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে অন্য কোনও যানবাহনের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে আমাদের ধারনা। এ ব্যাপারে কারো অভিযোগ না থাকায় লাশ নিহতদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে, আহত হামিদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, সে সুস্থ হলে বিস্তারিত জানা যাবে।

[wps_visitor_counter]