চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে ফেনসিডিল ও ইয়াবা উদ্ধার

প্রকাশিত : জুন ১৭, ২০২২ , ৭:৫৮ অপরাহ্ণ

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: জেলার পৃথক সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিল ও ইয়াবা উদ্ধার করেছে ৫৯ বিজিবি সদস্যরা। এ সময় ৪৩০ বোতল আমদানি নিষিদ্ধ
ফেনসিডিল এবং দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করে বিজিবি সদস্যরা। জব্দকৃত মাদকদ্রব্যের দাম সাত লাখ বাহাত্তর হাজার টাকা বলে জানিয়েছে ৫৯-বিজিবি। বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) ৫৯ ব্যাটালিয়ন এর অধিনায়ক লে: কর্নেল মোঃ আমীর হোসেন মোল্লা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, নিজস্ব তথ্যের ভিত্তিতে শুক্রবার (১৭ জুন) দুপুর ১২টায় টহল দল বিলভাতিয়া বিওপির নায়েক মোঃ আব্দুল মাজেদ এর নেতৃত্বে একটি টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৯১ মেইন থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভাতিয়া বিল নামক স্থানে অভিযান চালিয়ে মালিক-বিহীন অবস্থায় ভারতীয় ৪৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ফেনসিডিল এর দাম ১,৭২,০০০/- (এক লক্ষ বাহাত্তর হাজার) টাকা। উদ্ধারকৃত ফেনসিডিল এর ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন। এছাড়া শুক্রবার (১৭ জুন) বিকেল সাড়ে ৪টায় চকপাড়া বিওপির হাবিলদার মোঃ জিয়াউর রহমান এর নেতৃত্বে একটি টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৩/৪-এস থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নামো চকপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে মালিক-বিহীন ভারতীয় ২০০০ পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ইয়াবার দাম ৬,০০,০০০/- (ছয় লক্ষ) টাকা। উদ্ধারকৃত ইয়াবার ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন।

[wps_visitor_counter]