শিবগঞ্জে মেহরাব ভেঙ্গে মসজিদ দখল: গ্রামবাসীকে হুমকি

প্রকাশিত : জুন ২৮, ২০২২ , ৮:৩২ অপরাহ্ণ

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লোভপুর ঘুনটোলা গ্রামে শতাধিক বছরের ওয়াক্তিয়া মসজিদ দখলের ঘটনা ঘটেছে। সোমবার ২৮শে জুন দিনগত রাত ২ টার সময় ঘুনপাড়া ওয়াক্তিয়া মসজিদ এর প্রতিবেশী কালু মড়লের ছেলে আঃ কাইয়ুম ওরফে কয়েশ ও তার ছেলে মোঃ মিনাল ও মোঃ মমিনসহ পরিবারের লোকজনের সহযোগে মেহরাব ভেঙ্গে মসজিদ এর ভিতর খাট, খড়, হাড়ি-পাতিলসহ আসবাবপত্র নিয়ে সপরিবারে মসজিদের ভিতর অবস্থান করে। গ্রামবাসী ফজরের নামাজ আদায় করতে গিয়ে ঘটনার প্রতিবাদ জানালে দুষ্কৃতিকারীরা গ্রামবাসীকে দেখে নেওয়ার হুমকি দেয়। ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ উপস্থিত হয়ে বিষয়টি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ চৌধুরী জুবায়ের আহমেদ বলেন, মেহরাব ভেঙ্গে মসজিদ দখলের বিষয়টি তিনি পুরোপুরি জানেন

[wps_visitor_counter]