কাজে গিয়ে লাশ হয়ে ফিরলো গৃহকর্মী মাহিনুর

প্রকাশিত : জুলাই ১, ২০২২ , ২:৩৮ অপরাহ্ণ

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: কাজে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলো গৃহকর্মী মাহিনুর আক্তার(১৯)। নিহত মাহিনুর নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের তালিবপুর গ্রামের বড় মোল্লা বাড়ির মো. নুরুল হকের মেয়ে। বৃহস্পতিবার রাতে সুধারাম থানা পুলিশ লাশ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। স্বজনদের অভিযোগ মাহিনুরকে হত্যা করে গৃহকর্তা আত্মহত্যা বলে প্রচার করছে। শুক্রবার সকালে নিহত মাহিনুরের ভাই মামুন অভিযোগ করে বলেন, গত ১ বছর আগে শহরের উত্তর ফকিরপুর এলাকার শান্তনালয় নামক বাসায় গৃহকর্মী হিসেবে যোগ দেয় মাহিনুর। বৃহস্পতিবার সন্ধ্যায় বাসার মালিক নাছিম উদ্দিন বাবু ফোন পেয়ে তিনি হাসপাতালে গিয়ে বোনের লাশ দেখতে পান। মাহিনুরের গলায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান মামুন। মামুনের ধারনা, বৃহস্পতিবার যে কোন সময় বাবু ও তার পরিবারের লোকজন কোন কারণে মাহিনুরকে নির্যাতন করে হত্যা করে আত্মহত্যা বলে প্রচার চালাচ্ছে। বাসার মালিক নাছিম উদ্দিন বাবু হত্যার অভিযোগ অস্বীকার করে বলেন, গৃহকর্মী মাহিনুর আত্মহত্যা করেছে। আমরা তাকে বাঁচাতেই হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আনোয়ারুল ইসলাম জানান, আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মাহিনুর হত্যা শিকার হয়েছে না কি আত্মহত্যা করেছে তা বিস্তারিত জানা যাবে। পরবর্তীতে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Our Visitor

0 0 0 1 2 5
Total views : 281