ময়মনসিংহে ট্রাক ও মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত

প্রকাশিত : জুলাই ৪, ২০২২ , ৬:২৮ অপরাহ্ণ

মোঃ আজিজুর রহমান ভূঁঞা বাবুল, ব্যুরো প্রধান, ময়মনসিংহ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ময়মনসিংহের সদরে মুরগি বহনকারী খালি ট্রাক ও ডিজেল-চালিত মাহেন্দ্রর সংঘর্ষে দু’জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
রোববার (০৩ জুলাই) দিনগত রাত সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের শম্ভুগঞ্জের রঘুরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, দুর্ঘটনায় নিহত অটোরিকশার যাত্রী হারুন অর রশিদ (৪২) জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের চরআলগী সরকার বাড়ি এলাকার গিয়াস উদ্দিনের ছেলে এবং অপরজনের পরিচয় এখনো জানা যায়নি। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ আক্তারুজ্জামান বলেন, এই ঘটনায় আহত ৪ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে রাত ১১টার দিকে হারুন অর রশিদ নামে একজন মারা যায়। পরে রাত দুইটার দিকে আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তবে, এখনো তাঁর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ কামাল আকন্দ জানান, রোববার রাত সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের শম্ভুগঞ্জের রঘুরামপুর এলাকায় ভাই-ভাই ফিশারির কাছে কিশোরগঞ্জ-গামী পিকআপ ভ্যান ও শম্ভুগঞ্জ-গামী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশায় থাকা পাঁচজন যাত্রীর মধ্য হারুন ময়মনসিংহ মেডিকেলে মারা যান। পরে আরও একজন মারা যান। তবে তার পরিচয় জানা যায়নি। বাকিরা মমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ওসি আরও বলেন, এই ঘটনার পর ট্রাক-চালক পালিয়ে গেলেও ট্রাক ও মাহেন্দ্র জব্দ করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই কর্মকর্তা।

[wps_visitor_counter]