চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে থেকে ফেনসিডিল উদ্ধার

প্রকাশিত : জুলাই ৪, ২০২২ , ৭:৫৮ অপরাহ্ণ

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানে চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ৫৯ বিজিবি’র চকপাড়া বিওপি ও ভোলাহাট বিওপির সদস্যরা ফেনসিডিল উদ্ধার করেছে।
রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লে: কর্নেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে ৪ জুলাই রাত আড়াইটার দিকে চকপাড়া বিওপির হাবিলদার মোঃ সানোয়ার হোসেন এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৩ মেইন হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে টহল চলাকালীন সময় উপ চকপাড়া নামক স্থানে ৩ জন চোরাকারবারিকে দেখতে পায়। এ সময়ে টহল দল তাদেরকে ধাওয়া করলে ২টি বস্তা ফেলে দৌড়ে ভারতের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল উক্ত স্থান তল্লাসি করে ফেলে যাওয়া বস্তা হতে মালিক-বিহীন ১৫৯ বোতল ফেনসিডিল উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ফেনসিডিল এর দাম ৬৩ হাজার ৬’শ টাকা। অন্যদিকে, ৪ জুলাই আনুমানিক রাত ২ টা ৩৫ মিনিটের দিকে ভোলাহাট বিওপির হাবিলদার মোঃ মন্নু শেখ এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৯৮/১-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁনশিকারী নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিক-বিহীন ভারতীয় ৪৯ বোতল ফেনসিডিল উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ফেনসিডিল এর দাম ১৯ হাজার ৬’শ টাকা। উদ্ধারকৃত ফেনসিডিল এর ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন।

[wps_visitor_counter]