নোয়াখালীতে মোটরসাইকেলের ধাক্কায় স্কুল শিক্ষক নিহত

প্রকাশিত : জুলাই ৮, ২০২২ , ৬:০৯ অপরাহ্ণ

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় সড়ক দুর্ঘটনায় জামাল উদ্দিন (৬২) নামের এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সিনেমা হল সংলগ্ন তমরুদ্দি রোড বাঁশতলা বাজারের কাসেমের তেলের দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জামাল উদ্দিন চরকিং বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক ও পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চরকৈলাশ গ্রামের মৃত ইমামুল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সিনেমা হল সংলগ্ন তমরুদ্দি রোডের বাঁশতলা বাজারের কাসেমের তেলের দোকানের সামনে দিয়ে রাস্তা পারাপার হওয়ার সময় একটি মোটরসাইকেলের ধাক্কায় তিনি রাস্তায় পড়ে যান। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাতিয়া থানার ওসি মো. আমির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

[wps_visitor_counter]