নোয়াখালীতে গলায় ফাঁস গৃহবধূর আত্মহত্যা

প্রকাশিত : জুলাই ২৭, ২০২২ , ৫:৫৬ অপরাহ্ণ

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় প্রবাসী স্বামীর সঙ্গে মুঠোফোনে বাকবিতণ্ডা জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক গৃহবধূ। নিহত মারজাহান আক্তার (২১) উপজেলার জয়াগ ইউনিয়নের আমকি গ্রামের নাকিব হোসেনের স্ত্রী। বুধবার (২৭ জুলাই) রাতে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। স্থানীয় সূত্র জানায়, নিহত মারজানা প্রবাসীর স্ত্রী। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, প্রবাসী স্বামী নাকিব হোসেনের সঙ্গে মোবাইলে কথা কাটাকাটির এক পর্যায়ে গৃহবধূ আত্মহত্যা করেন। নিহতের মা নাছিমা আক্তার দুপুর ২টার দিকে খাবার জন্য ডাকাডাকি করে। কোন সাড়াশব্দ না পেয়ে আশেপাশের মানুষ ডেকে দরজা ভেঙ্গে দেখে নিজ রুমে জানালার গ্রিলের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে সে। সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশীদ বলেন, খবর পেয়ে রাতেই মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

[wps_visitor_counter]