সোনামসজিদ সীমান্ত থেকে আগ্নেয়াস্ত্র ও ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি

প্রকাশিত : আগস্ট ৩, ২০২২ , ৭:০২ অপরাহ্ণ

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোনামসজিদ সীমান্ত এলাকা থেকে ২ রাউন্ড গুলিসহ একটি ওয়ান সুটার গান ও ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লে: কর্নেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করে সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে ৩ আগস্ট আনুমানিক রাত সোয়া ৩টার দিকে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিএসসি এর নেতৃত্বে সহকারী পরিচালক মুহাম্মদ জামাল উদ্দীনসহ একটি বিশেষ টহল দল সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৫ মেইন থেকে আনুমানিক ৪ কি: মিঃ বাংলাদেশের অভ্যন্তরে দাড়ি তেগাছিয়া এলাকায় অভিযান চালায়। এ সময় মালিক-বিহীন ১টি ওয়ান সুটার গান ২ রাউন্ড গুলি এবং ৬৯ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। উদ্ধারকৃত ওয়ান সুটার গান, গুলি এবং ফেনসিডিল এর দাম প্রায় ৩৪ হাজার টাকা।

[wps_visitor_counter]