বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী আটক: ৩০ কেজি গাঁজাসহ মাইক্রোবাস আটক

প্রকাশিত : আগস্ট ৯, ২০২২ , ৮:২৫ অপরাহ্ণ

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার শাহাবাজপুর ইউনিয়নের শিয়ালমারা মাদ্রাসা পাড়ায় অভিযান চালিয়ে ৪৮ বোতল বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল । আটক মাদক ব্যবসায়ী জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের শিয়ালমারা মাদ্রাসা পাড়ার মৃত হোসেন আলীর ছেলে মোঃ আব্দুল খলিল (৪২)। অভিযানে নেতৃত্ব দেন কোম্পানি অধিনায়ক লে: কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির। র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (৯ আগস্ট) সকালে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার শাহাবাজপুর ইউনিয়নের শিয়ালমারা মাদ্রাসা পাড়ায় একটি মাদক বিরোধী অভিযান চালায়। এসময় ৪৮ বোতল বিদেশী-মদসহ মাদক ব্যবসায়ী মোঃ আব্দুল খলিল ’কে হাতেনাতে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন থেকেই অবৈধ মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা হয়েছে। এর আগে, সোমবার দিনগত রাত আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার নিউ মার্কেটের ১ নং গেইটের সামনে ফাঁকা জায়গায় কোম্পানি অধিনায়ক লে: কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এর নেতৃতে ১টি মাইক্রোবাসসহ ৩০ কেজি গাঁজা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। এই ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় একটি সাধারণ ডায়েরী প্রক্রিয়াধীন।

[wps_visitor_counter]