শিবগঞ্জে বিএনপির আরও ৬ নেতাকর্মী গ্রেফতার

প্রকাশিত : আগস্ট ১০, ২০২২ , ৯:২২ অপরাহ্ণ

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রোববার বিকেলে পৌর-উপজেলা কৃষকদলের ব্যানারে তেল, গ্যাস, সারসহ নিত্যপন্যের মূল্য বৃদ্ধি, ঘনঘন লোডশেডিং এবং ভোলায় স্বেচ্ছাসেবক-দলের নেতা আবদুর রহিম ও ছাত্রদল সভাপতি নূরে আলমের হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের সময় পুলিশের ওপর হামলা-ভাঙচুরের অভিযোগে আরও ৬ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, পুলিশের পক্ষ থেকে কর্তব্যরত পুলিশের ওপর হামলার ঘটনায় ফুটেজ দেখে শনাক্ত করে মঙ্গলবার রাতে বিএনপির ৬ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। এনিয়ে এ মামলায় ৩৫ জন বিএনপি নেতাকর্মীকে আটক করা হলো। এর আগে পুলিশের দায়ের করা মামলায় ৩০ জনকে এজাহার-নামীয় ও ৯০-১০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলাটি দায়ের করেন শিবগঞ্জ থানার এসআই শিহাব উদ্দিন। তিনি আরও জানান, দুষ্কৃতিকারী ও নাশকতার পরিকল্পনাকারী সকলে গ্রেফতার না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।

[wps_visitor_counter]