নোয়াখালীর সুবর্ণচরে স্ত্রীর ওপর অভিমান করে স্বামীর আত্মহত্যা

প্রকাশিত : আগস্ট ১৬, ২০২২ , ৬:১২ অপরাহ্ণ

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর সুবর্ণচরে করিম ওরফে মিয়া (৩৫) নামে এক এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ আগস্ট) সকাল ১০টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এর আগে সোমবার দিনগত রাত ২টার দিকে উপজেলার ২নং চরবাটা ইউনিয়নের গ্লোব বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। করিম ওরফে মিয়া ওই এলাকার নুর আফসার মাঝির ছেলে। চরজব্বর থানার পরিদর্শক (তদন্ত) মো.জাকির হোসেন বলেন, স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি মঙ্গলবার সকাল ১০টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, বেশ কিছুদিন ধরে মিয়ার সঙ্গে তার স্ত্রীর দাম্পত্য কলহ চলে আসছিল। সোমবার বিকেল থেকে বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে স্ত্রীর ওপর অভিমান করে নিজ ঘরের পাশে গাছের সঙ্গে বৈদ্যুতিক তার দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মিয়া। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের হয়েছে।

[wps_visitor_counter]