মৌলভীবাজার পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

প্রকাশিত : আগস্ট ২০, ২০২২ , ১০:৪৯ অপরাহ্ণ

মশাহিদ আহমদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মৌলভীবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজার আদালতের সম্মেলন কক্ষে শনিবার
(২০ আগস্ট) দুপুরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহম্মদ আলী আহসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কনফারেন্সে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, বিভাগীয় বন কর্মকর্তা, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মোঃ রেজাউল করিম চৌধুরী, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটগণ, পারিবারিক আদালতের সহকারী জজ, জেলা ম্যাজিস্ট্রেটের প্রতিনিধি নির্বাহী ম্যাজিস্ট্রেট, কোম্পানি কমান্ডার, র‌্যাব-৯, শ্রীমঙ্গল ক্যাম্প, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক, বিজ্ঞ অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার, জেল সুপার, বিভাগীয় বন কর্মকর্তা, সিলেট বন বিভাগের প্রতিনিধি রেঞ্জ কর্মকর্তা, সেক্টর কমান্ডার, বিজিবি-এর প্রতিনিধি সহকারী পরিচালক, উপ-পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কোর্ট পুলিশ পরিদর্শক, ইন্সপেক্টর, পিবিআই, ইন্সপেক্টর সি.আই.ডি, ট্রাফিক ইন্সপেক্টর, জেলার বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন। কনফারেন্সের শুরুতে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহম্মদ আলী আহসান ১৯৭৫ সনের ১৫ আগস্ট ঘাতকদের গুলিতে শহীদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করেন। তারপর তাঁর সদয় অনুমতিক্রমে স্বাগত বক্তব্য প্রদান করেন, বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার। তিনি কনফারেন্সে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন-ক্রমে স্বাগত বক্তব্যে মৌলভীবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মামলার বিবরণ ও বিভিন্ন থানার মুলতবী পরোয়ানার বিবরণ তুলে ধরেন। সি.আই.ডিসহ অন্যান্য কিছু সংস্থায় অনেক মামলায় দীর্ঘদিন যাবত তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল না করায় বিজ্ঞ ম্যাজিস্ট্রেট-গণসহ আগত বক্তাগণ এবং পারিবারিক মামলার গ্রেফতারী পরোয়ানা ও লেভি ওয়ারেন্ট দ্রুততার সাথে তামিল না হওয়ায় বিজ্ঞ সহকারী জজ মোহাম্মদ আলমগীর উদ্বেগ প্রকাশ করেন। অপরদিকে, অতিরিক্ত পুলিশ সুপার জনাব সুদর্শন কুমার রায় তাঁর বক্তব্যে দীর্ঘদিন যাবত তদন্তাধীন থাকা মামলাসমূহের গুরুত্বের সাথে দ্রুত তদন্ত কার্য সমাপ্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের এবং পারিবারিক মামলার গ্রেফতারী পরোয়ানা ও লেভি ওয়ারেন্টসহ সকল পরোয়ানাসহ দ্রুততার সাথে তামিলের জন্য থানার অফিসার ইনচার্জগণকে নির্দেশনা প্রদান করেন। জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সাধারণ সম্পাদক মোঃ বদরুল হোসেন ইকবাল তাঁর বক্তব্যে আদালতে আগত সাক্ষী ও বিচার-প্রার্থী জনগণের নিরাপত্তা বিধানসহ আদালত প্রাঙ্গণের সার্বিক নিরাপত্তা জোরদার করার জন্য সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করেন। বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহম্মদ আলী আহসান পুলিশ বিভাগ, স্বাস্থ্য বিভাগ, জেলা আইনজীবী সমিতিসহ সংশ্লিষ্ট অন্যান্য বিভাগের ইতিবাচক পদক্ষেপ গ্রহণের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বিচার ব্যবস্থায় আরও গতিশীলতা আসবে মর্মে আশাবাদ ব্যক্ত করে আগত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে কনফারেন্সের সমাপ্তি ঘোষণা করেন।

[wps_visitor_counter]