রাজনগরে সন্ত্রাসী হামলায় পিতা পুত্র গুরুতর আহত

প্রকাশিত : আগস্ট ২১, ২০২২ , ৫:৪৯ অপরাহ্ণ

মশাহিদ আহমদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: রাজনগরে পূর্ব বিরোধের জেরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটি সংঘবদ্ধ গ্রুপের সন্ত্রাসী হামলায় গুরুতর আহত পিতা-পুত্র ৮ দিন ধরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের ৫ দিন পেরিয়ে গেলেও পুলিশ কোন আসামী গ্রেফতার করতে না পারায় জনমনে অসন্তোষ বিরাজ করছে। এদিকে মামলাটি ধামাচাপা দিতে ঘটনার সাথে জড়িতরা থানায় একটি কাউন্টার মামলা করে জখমী ব্যক্তিদের আত্মীয়-স্বজনদের হয়রানী করার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার ১নং ফতেপুর ইউনিয়নের মুনিয়ারপাড় গ্রামের আলঘাটায় বিগত ১৪ আগস্ট আহমদ আলী (৪২) ও ছাদিক মিয়া (৩৪) নামে দুই জন অটোরিকশা চালকের মধ্যে গাড়ীতে প্যাসেঞ্জার তুলা নিয়ে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে অন্যান্য অটোরিকশা চালক বিষয়টি মীমাংসা করে দেন। অটোরিকশা চালক ছাদিক মিয়ার বাড়ি ঘটনাস্থলের পাশে থাকায় ছাদিক মিয়া এ খবরটি সাথে সাথে একটি “হোয়াটসঅ্যাপ গ্রুপে” জানিয়ে দেয়। এর ১০/১৫ মিনিট পরে হটাৎ ২০/২২ জনের একটি গ্রুপ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে অটোরিকশায় বসে থাকা আহমদ আলীর উপর হামলা করে রক্তাক্ত জখম করে। প্রথমে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে এবং অবস্থা আশংকাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। স্থানীয় সাংবাদিক ও শালিস ব্যক্তিত্ব আব্দুল হাকিম রাজ জানান, তিনিসহ এলাকার কয়েকজন শালিস ব্যক্তিত্ব বিষয়টিকে স্থানীয়ভাবে একটি বিচারের পরিবেশ তৈরি করে আহত ব্যক্তিদের সু-চিকিৎসার ব্যবস্থা করার। কিন্তু আহতদের পক্ষ থেকে শালিসদের কথায় বিচার মানলেও হামলাকারীরা জানায় তারা বিচার মানবে না। পরে ঐদিন সন্ধ্যায় আহতদের পক্ষে লুলু মিয়া বাদী হয়ে রাজনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি আরও জানান, তার অভিযোগ ১৭ আগস্ট রেকর্ড করা হলেও পুলিশ কয়েক-দফা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কোন আসামী গ্রেফতার করেতে পারেনি। এদিকে ১৯ আগস্ট তার মামলাটি ধামাচাপা দিতে এবং তার চলাফেরা বন্ধ করতে আসামী পক্ষের লোক থানায় অপর একটি মামলা করে তাদেরকে হয়রানীর চেষ্টা করছে।

[wps_visitor_counter]