মহেশপুরে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির কারখানা উচ্ছেদ

প্রকাশিত : আগস্ট ২৪, ২০২২ , ৮:০৪ অপরাহ্ণ

হেলালী ফেরদৌসী, ঝিনাইদহ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের পাথরা গ্রামে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির কারখানাটি ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার হাসান আলী, মহেশপুর থানার এ.এস.আই সজল ও ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ। মোবাইল কোটের পেশকার জীবন কুমার জানায়, এখানে ৪টি বিশেষ ধরনের চুলায় অবৈধ উপায়ে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির করা হচ্ছিল। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারখানাটি উচ্ছেদ করা হয়েছে।

[wps_visitor_counter]