মৌলভীবাজারে অভিযুক্তদের কারাগারে না পাঠিয়ে সংশোধনের সুযোগ

প্রকাশিত : আগস্ট ২৯, ২০২২ , ৯:৪৪ অপরাহ্ণ

মশাহিদ আহমদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মৌলভীবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২টি ব্যতিক্রমী ও দৃষ্টান্তমূলক রায় দিয়েছেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহম্মদ আলী আহসান। সূত্রে জানা গেছে, সোমবার ২৯ আগস্ট দুপুরে এ রায় দান। জানা গেছে, বিগত ২০১৬ সালের ২৮ ফেব্রুয়ারি কুলাউড়া থানাধীন ভূঁইগাঁও গ্রামে মারামারির ঘটনাকে কেন্দ্র করে মোঃ লাল মিয়া বাদী হয়ে তিন জনকে আসামী করে জি. আর ২৮/২০১৬ (কুলাউড়া) মামলা দায়ের করেন। উক্ত মামলায় মৃত ছিদ্দেক মিয়ার পুত্র অভিযুক্ত চিনু মিয়ার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণে দণ্ডবিধি ৩২৬ ধারার অভিযোগ প্রমাণ হওয়ায় এবং বিগত ২০১৫ সালের ১১ ডিসেম্বর কমলগঞ্জ থানাধীন রাজকান্দি সাকিনস্থ মারামারির ঘটনায় বাদী সোলেমান মিয়ার দায়ের করা জি.আর ১৮৯/২০১৫(কমল) মামলায় অভিযুক্ত মঈন উদ্দিন এর বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণে দণ্ডবিধি ৩২৪ ধারার অভিযোগ প্রমাণ হওয়ায় আদালত তাদেরকে কারাগারে না পাঠিয়ে সংশোধনের সুযোগ প্রদান-কল্পে “প্রবেশন অব অফেন্ডার্স অর্ডিন্যান্সের ১৯৬০” সৎ ও শান্তিপূর্ণ জীবনযাপন এবং সদোপায়ে জীবিকা অর্জনের জন্য সচেষ্ট হওয়া, শান্তি রক্ষা ও সদাচরণ করা, মাদক সেবন থেকে বিরত থাকা, আদালতের নির্দেশমতো হাজির হওয়া ইত্যাদি শর্তে মুক্তি দেন আদালত। এই শর্তগুলো প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট উপজেলা প্রবেশন কর্মকর্তাদের-কে পর্যবেক্ষণের দায়িত্ব দেয়া হয়েছে। তারা এ বিষয়ে আদালতকে অবহিত করবেন।

[wps_visitor_counter]