অবৈধ মজুত ও বেশি দাম নেয়ায় চাঁপাইনবাবগঞ্জে দুই ডিলারকে জরিমানা

প্রকাশিত : আগস্ট ২৯, ২০২২ , ৯:৫১ অপরাহ্ণ

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জে ইউরিয়া ও টিএসপি সারের দাম বেশি নেয়া ও অবৈধ মজুতের অপরাধে দুই ডিলারকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৯ আগস্ট) সকালে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার বাজারের মেসার্স সদের ট্রেডার্স ও নাচোলের সোনাইচন্ডী বাজারের হাবিবুল্লাহ ট্রেডার্সকে এই জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীন এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. তৌফিক আজিজ। সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহারে সরকার নির্ধারিত ইউরিয়া ও টিএসপি সারের দাম ১১০০ টাকা হলেও মেসার্স সদের ট্রেডার্স ইউরিয়া সারে ১০০ টাকা ও টিএসপি সারে ৩০০ টাকা বেশি নেওয়ায় এই জরিমানা আদায় করা হয়েছে। অন্যদিকে, নাচোলের সোনাইচন্ডীতে অবৈধ মজুত করার অপরাধে হাবিবুল্লাহ ট্রেডার্সকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
কৃষকদের থেকে আগামীতে যাতে আর অতিরিক্ত দাম না নেওয়া হয়, সেবিষয়ে ডিলারকে সর্তক করা হয়েছে বলে জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সলেহ আকরাম। ঢাকা পোস্টকে তিনি বলেন, সরকার নির্ধারিত মূল্যের থেকে অতিরিক্ত দাম নেয়া হচ্ছে, এমন অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।মেসার্স সদের ট্রেডার্স অতিরিক্ত মূল্যে সার বিক্রয় করার অপরাধে ভোক্তা সংরক্ষণ অধিকার আইন ২০০৯ এর ৪০ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

[wps_visitor_counter]