কমলগঞ্জে পূর্ব বিরোধের জেরে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে হামলা: ২জন আটক

প্রকাশিত : আগস্ট ৩০, ২০২২ , ৮:২৯ অপরাহ্ণ

মশাহিদ আহমদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: কমলগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের শ্রীনাথপুর গ্রামে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার ইনচার্জ মোঃ কামাল উদ্দিন চৌধুরী (৭৫) ও তার স্ত্রী আলেয়া বেগম চৌধুরী (৫২) কুপিয়ে মারাত্বক রক্তাক্ত জখম করার ঘটনায় পৃথক পৃথক অভিযানে এজাহার নামীয় ২নং আসামী রাহিব আহমদকে সিলেট মেট্রোপলিটন পুলিশ অভিযান চালিয়ে সুবিধ বাজার এলাকা থেকে এবং কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এসআই উজ্জল সঙ্গীয় ফোর্স সাথে নিয়ে ৩নং আসামী‘ আলমাছ উদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পারভীন সুলতানার নিজ বাড়ী থেকে আটক করেছে। আটক ২জনকে ২৯ আগস্ট আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। সূত্রে জানা গেছে, পূর্ব বিরোধের জের ধরে ৪ আগস্ট রাত টায় ঘরের গ্রীল ভেঙ্গে হামলাকারীরা প্রবেশ করে ঘুমের মধ্যে হাত,পা ও মুখ বেঁধে ফেলে এবং হত্যার উদ্দেশ্যে ধারালো দা, চাকু, লোহার রড, দিয়ে মাথা, পা ও হাত লক্ষ্য করে এলোপাথাড়ি কুপাতে থাকে। এ সময় ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণসহ মূল্যবান মালামাল নিয়ে যায়। হাল্লা চিৎকার শুনে আশেপাশের লোকজন আগাইয়া আসলে তাদেরকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় অবসরপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ কামাল উদ্দিন চৌধুরী বাদী হয়ে একই এলাকার মৃত: জামাল উদ্দিন চৌধুরী এর পুত্র তানিম আহমদ (৩২), রাহিব আহমদ (২২), পারভীন সুলতানা (৫০)সহ অজ্ঞাতনামা ৩/৪জনকে আসামী করে কমলগঞ্জ থানায় মামলা করেন।

[wps_visitor_counter]