নান্দাইলে ট্রলির ধাক্কায় শিশু নিহত

প্রকাশিত : আগস্ট ৩০, ২০২২ , ৯:২২ অপরাহ্ণ

আবু জাফর মোহাম্মদ রকিবুল করিম, নান্দাইল প্রতিনিধি, ময়মনসিংহ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ময়মনসিংহের নান্দাইলে নানার বাড়ি থেকে বাবা ও মাকে নিয়ে অটোরিকশা যোগে যাবার পথে ট্রলি-অটো মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই রিফাত (০৪) নামের এক শিশু নিহত হয়েছে। নিহত রিফাত কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার বনগ্রাম গ্রামের শরিফ মিয়ার ছেলে। মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুর ১২টার দিকে নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের নান্দাইল-তাড়াইল সড়কের পূর্বদরিল্লা বাজারে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নে বড়াইল গ্রামে রিফাতের নানার বাড়ি। নানার বাড়ি বেড়াতে এসে বেশ কয়েকদিন ধরেই অসুস্থতায় ভুগছিল শরীফের বড় ছেলে লালন মিয়া (০৬)। মঙ্গলবার বেলা ১১টার দিকে লালনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে নিয়ে যাবার উদ্দেশ্যে অটোরিকশায় করে বাড়ি থেকে বের হন শরীফ। এ সময় তার সঙ্গে স্ত্রী ও ছোট ছেলে রিফাতও ছিলেন। পূর্ব দরিল্লা বাজারে পৌঁছালে ইট-বোঝাই একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে ওই অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে সকলেই ছিটকে পড়ে যান। এর মধ্যে ঘটনাস্থলেই রিফাত মারা যায়। দুর্ঘটনার পরপরই ট্রলির ঘাতক চালক পালিয়ে গেছে। নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ জানান, আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।

[wps_visitor_counter]