গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

প্রকাশিত : আগস্ট ৩১, ২০২২ , ৯:২৬ অপরাহ্ণ

হেলালী ফেরদৌসী, ঝিনাইদহ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ফরিদপুর জেলার ভাংগা থেকে ১ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঝিনাইদহ র‌্যাব-৬।বুধবার ৩১ আগস্ট র‌্যাব-৬, সিপিসি ঝিনাইদহ ক্যাম্প এর একটি অভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে ফরিদপুর জেলার ভাংগা থানা এলাকায় প্রাইভেটকার যোগে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করার উদ্দেশে চলাচল করছে। প্রাপ্ত তথ্যেরে ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণে অভিযানিক দলটি বুধবার সকাল সাড়ে ছয়টার সময় ফরিদপুর জেলার ভাংগা পৌর এলাকার হাইওয়ে থানার কাছে ঢাকা টু খুলনা মহাসড়করে উপর চেকপোস্ট এর মাধ্যমে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৩ মাদক ব্যবসায়ী ১। রেজাউল ইসলাম(২৬), পিতা-মৃত শাহনওেয়াজ বকুল, সাং- দৌলত খাঁ বাদ, থানা-চুনারঘাট, জলো- হবগিঞ্জ, ২। মোঃ তুহিন ফকির(১৯), পিতা-আনোয়ার ফকির এবং ৩। মতিউর রহমান(৩৫), পিতা- আবুল হোসেন, উভয় সাং- আজমি নগর, থানা- ভাংগা, জেলা- ফরিদপুরদের গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীদের হেফাজত থেকে ১৩ কেজি গাঁজা, ০৫টি মোবাইল, ০৮টি সিমকার্ড, ০১টি চাবিসহ প্রাইভটেকার, নগদ- ২৫০/- টাকা এবং মাদক বহনকারী ০১টি ট্রলিব্যাগসহ উদ্ধার করে । প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীগণ যোগসাজসে মাদক বহনরে কথা স্বীকার করে। জব্দ-কৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদের ফরিদপুর জেলার ভাংগা থানায় হস্তান্তর করে আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়।

[wps_visitor_counter]