রাজনগরে গৃহবধূর লাশ উদ্ধার: স্বামী আটক

প্রকাশিত : সেপ্টেম্বর ১, ২০২২ , ৭:২০ অপরাহ্ণ

মশাহিদ আহমদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের মৌলভীচক গ্রামে কলসি বাঁধা অবস্থায় পুকুর থেকে ৪ সন্তানের জননী মিনা বেগম (৪০) এর মরদেহ উদ্ধার এর ঘটনায় এজাহার-নামীয় আসামী কলিম উল্ল্যাহ‘র পুত্র লেচু মিয়া প্রকাশ লেইছ মিয়া (৪৫), গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) মৌলভীবাজার পুলিশ সুপার এর নির্দেশনা মোতাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জিয়াউর রহমান, সদর সার্কেল, মৌলভীবাজার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এবং অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় ও পুলিশ পরিদর্শক(তদন্ত) রতন চন্দ্র দেবনাথ এর নেতৃত্বে এসআই (নি:) মোঃ কামাল উদ্দিন সঙ্গীয় অফিসার ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে লেচু মিয়াকে গ্রেফতার করে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩১ আগস্ট গৃহবধূ মিনা বেগম এর মরদেহ বাড়ির পিছনের পুকুরে ভেসে উঠে। এ সময় স্থানীয়রা রাজনগর থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। মেয়ের পরিবারের দাবি তাকে হত্যা করে পানিতে ফেলে দেয়া হয়েছে। এ ঘটনায় স্বামী লেচু মিয়া ১নং আসামী, স্বামীর ভাই ১জন, বোনের জামাই ১জন, ভাই বউ ২জন, বোন ১জন সহ মোট ৬জনকে এজাহার নামীয় আসামী করে রাজনগর থানায় মামলা করা হয়। রাজনগর থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় জানান, হত্যা মামলায় পলাতক অন্যান্য আসামীদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে।

[wps_visitor_counter]