চুয়াডাঙ্গায় দুই প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা

প্রকাশিত : সেপ্টেম্বর ৪, ২০২২ , ১০:২৩ অপরাহ্ণ

সনজিত কর্মকার, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চুয়াডাঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করার অপরাধে নিউ আল আমিন হোটেল মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে একই সাথে হোটেলটি ৩ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। একই অভিযানে শহরতলীর দৌলতদিয়াড়ে মৌসুমী বেকারীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। রবিবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সজল আহমেদ জানান, অস্বাস্থ্যকর পরিবেশ, মশলার মধ্যে পোকা, কয়েকদিন আগের বেটে রাখা বাঁশি- পচা দুর্গন্ধযুক্ত মশলায় রান্না কাজে ব্যবহার করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় নিউ আল-আমিন হোটেল মালিক এনামুল হককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ৩ দিন প্রতিষ্ঠান বন্ধ রেখে পরিবেশ ঠিক করার জন্য নির্দেশনা দেয়া হয়। এদিকে, একই অভিযানে শহরতলীর দৌলতদিয়াড় মৌসুমী বেকারিতে স্বাস্থ্য সুরক্ষা না মেনে খাবার প্রস্তুত করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় প্রতিষ্ঠান মালিকে সাইদুর রহমানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চুয়াডাঙ্গা জেলা শাখার সহকারী পরিচালক সজল আহমেদ। অভিযানে সার্বিক সহযোগিতা করেন ফ্লাইট লেফটেন্যান্ট মোঃ রাসেল এর নেতৃত্বে র‌্যাব-৬ এর একটি টিম।

[wps_visitor_counter]