চুয়াডাঙ্গায় দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত : সেপ্টেম্বর ৮, ২০২২ , ২:৩৬ পূর্বাহ্ণ

হেলালী ফেরদৌসী, ঝিনাইদহ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চুয়াডাঙ্গার সদর উপজেলা থেকে দেশীয় তৈরি মদসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঝিনাইদহ র‌্যাব-৬। বুধবার (০৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটার সময় র‌্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, চুয়াডাঙ্গা জেলার সদর থানা এলাকার কানাপুকুর মোড়স্থ এলাকায় কতিপয় ব্যক্তি নেশা জাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে অভিযানিক দলটি চুয়াডাঙ্গা জেলার সদর থানাধীন মসজিদ পাড়াস্থ কানাপুকুর মোড়স্থ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ২ জন মাদক ব্যবসায়ী ১। শ্রীঃ লিটন ডোম(৩৫), পিতা- মৃত: মহাদেব ডোম, সাং-চুয়াডাঙ্গা বড় বাজার, ২। মোঃ শরিফুল ইসলাম(১৮), পিতা-মোঃ আলামিন মণ্ডল, সাং-হাতিকাটা, উভয় থানা- সদর, জেলা- চুয়াডাঙ্গা-দ্বয়কে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামী-দ্বয়ের হেফাজত থেকে ১১টি জারিকেনে বহন-কৃত ১১০ লিটার দেশীয় তৈরি মদ, ০২টি মোবাইল ও ০৪টি সীমকার্ডসহ উদ্ধার করা হয়। জব্দ-কৃত আলামত ও গ্রেফতারকৃত আসামী-দ্বয়কে চুয়াডাঙ্গা জেলার সদর থানায় হস্তান্তর করত: মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

[wps_visitor_counter]