শিবগঞ্জে সীমান্ত থেকে মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি

প্রকাশিত : সেপ্টেম্বর ৮, ২০২২ , ৩:২৬ পূর্বাহ্ণ

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্তে পৃথক ৩টি অভিযান চালিয়ে ৫৪৩ বোতল ফেনসিডিল, ৬০ লিটার চোলাই-মদ, ৬১৮ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি, ৮৩ কেজি বিড়ির পাতা, ৩২ কেজি বিড়ির তামাকসহ অন্যান্য সামগ্রী জব্দ করেছে বিজিবি। বুধবার (৭সেপ্টেম্বর) পরিচালিত এ অভিযানে কেউ আটক হয়নি। চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি ব্যাটালিয়ন (রহনপুর ব্যাটালিয়ন) অধিনায়ক লে. কর্নেল আমীর হোসেন মোল্লা জানান, বুধবার দুপুর পৌনে ১২টার দিকে কামালরপুর সীমান্তের শিয়ালমারা গ্রামে অভিযানে ৬০ লিটার চোলাই-মদ, ১টি জারিকেন, ৩টি এলুমিনিয়াম পাতিল ও ২ কেজি চিনি জব্দ হয়। এর আগে ভোর ৪টার দিকে চৌকা সীমান্তের পারচৌকা নামক স্থানে অভিযানে ৬১৮ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি, ৮৩ কেজি বিড়ির পাতা ও ৩২ কেজি বিড়ির তামাক জব্দ হয়। এর আগে ভোররাত সাড়ে ৩টার দিকে সোনামসজিদ সীমান্তের শ্মশানঘাট নামক স্থানে অভিযানে ৫৪৩ বোতল ফেনসিডিল জব্দ হয়।
নিজস্ব তথ্যের ভিত্তিতে চালানো এসব অভিযানের ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

[wps_visitor_counter]