চুয়াডাঙ্গায় অর্ধ কোটি টাকার সোনার বারসহ ২ জন আটক

প্রকাশিত : সেপ্টেম্বর ১৬, ২০২২ , ৬:৩৭ অপরাহ্ণ

সনজিত কর্মকার, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চুয়াডাঙ্গা শহরের পুরাতন ঝিনাইদহ বাস-স্ট্যান্ড এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ৫টি অবৈধ সোনার বারসহ ২জনকে আটক করেছে। যার ওজন ৫৮১ গ্রাম। বাজার মূল্য ৪৩ লাখ টাকা। একই সঙ্গে জব্দ করা হয়েছে সোনা পাচার কাজে ব্যবহৃত প্রাইভেট কারটি। চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ জানান, বৃহস্পতিবার রাত ১ টার দিতে একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ ২১-৭৩৯৮) ফরিদপুর থেকে ছেড়ে এসে চুয়াডাঙ্গার ভারত সীমান্তবর্তী দামুড়হুদা দিকে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিছুজ্জামান লালন ও সদর থানার অফিসার ইনচার্জ মাহব্বুর রহমান কাজলের নেতৃত্বে একদল পুলিশ শহরের ঝিনাইদহ বাস-স্ট্যান্ড এলাকায় প্রাইভেটটি গতিরোধ করে। পরে কারটিতে তল্লাশি করে অবৈধ ৫টি সোনার বার পাওয়া যায়। এসময় প্রাইভেট কারের চালক জেলার দামুড়হুদা উপজেলার কুতুবপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে আরিফ হোসেন (৪৭) ও একই গ্রামের মোজাম্মেল হকের ছেলে কামরুল হাসান জুয়েলকে (৩৫) আটক করা হয়। চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন বলেন, সোনা পাচার কাজে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ ও উদ্ধার করা সোনা চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা করা হয়েছে। আটক দুই পাচারকারীর বিরুদ্ধে দেয়া হয়েছে মামলা।

[wps_visitor_counter]