ময়মনসিংহে চাকরি প্রার্থী যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত : সেপ্টেম্বর ১৮, ২০২২ , ৯:৫৬ অপরাহ্ণ

ময়মনসিংহ ব্যুরো, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ময়মনসিংহে সরকারি আনন্দমোহন কলেজ (পদার্থবিজ্ঞান বিভাগের ৪৪তম ব্যাচের মাস্টার্স ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র) থেকে মাস্টার্স সম্পন্ন করে ছাত্রাবাসে থাকা চাকরি প্রার্থী অমিত কুমার সূত্রধর (২৬) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ সেপ্টেম্বর) রাতে নগরীর সানকিপাড়া এলাকার মাজার শরিফ এলাকার একটি ছাত্রাবাস থেকে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ। এর আগে শনিবার দুপুরের দিকে ময়মনসিংহ নগরীর সানকিপাড়া নয়নমণি মার্কেট সংলগ্ন মাজার শরীফ রোডের মেসের একটি রুমের ভেতর থেকে দরজা লাগানো থাকায় মেস থেকে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে পুলিশ এসে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পায়। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, মৃত অমিত সূত্র ধর জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার জামিরাকান্দা গ্রামের অনিল কুমার সূত্রধরের ছেলে। তিনি ময়মনসিংহের আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে অনার্স ও মাস্টার্স শেষে চাকরির জন্য ছাত্রাবাসে অবস্থান করছিলেন। কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, অমিত আনন্দ মোহন কলেজে লেখাপড়া করার সুবাদে সানকিপাড়া এলাকার মাজার শরিফ এলাকার একটি ছাত্রাবাসে বসবাস করতেন। শুক্রবার রাত থেকে তার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করতে পারছিল না পরিবার। পরে বিষয়টি তাদের এক আত্মীয়কে জানায় পরিবারের সদস্যরা। ওই আত্মীয় তার ছাত্রাবাসে এলে রুমের দরজা বন্ধ পান। এ সময় তিনি জানালা দিয়ে অমিতকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। ওসি আরও জানান, তদন্তের মাধ্যমে জানা যাবে এই মৃত্যুর কারণ। তবে, মৃত্যুর আগে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) অমিত সূত্র ধর ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন যে, কাউকে মন থেকে চাওয়ার আগে #পরাণ এবং #rx100 এই দুইটা মুভি অবশ্যই দেখবেন। তাই ধারণা করা হচ্ছে প্রেম ঘটিত কোনও কারণেই আত্মহত্যা করতে পারে অমিত।’

[wps_visitor_counter]