আলমডাঙ্গায় তালাবন্ধ ঘর থেকে বৃদ্ধ দম্পতির মরদেহ উদ্ধার

প্রকাশিত : সেপ্টেম্বর ২৪, ২০২২ , ৪:৩৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় তালাবন্ধ ঘরের মধ্যে হাত-মুখ বাঁধা অবস্থায় এক বৃদ্ধ দম্পতির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে আলমডাঙ্গা পৌর এলাকার পুরাতন বাজার পাড়ায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের ঘরের তালা ভেঙ্গে ওই দম্পতির মরদেহ উদ্ধার করে। নিহতরা হলেন, স্থানীয় শিলা সিনেমা হলের মালিক চাতাল ব্যবসায়ী নজির উদ্দির (৭০) ও তার স্ত্রী ফরিদা খাতুন (৬০)। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানান, সকালে নজির উদ্দিনের বাড়ি থেকে সাড়া-শব্দ না পেয়ে ডাকাডাকি করেন প্রতিবেশীরা। পরে জানালা দিয়ে তাকিয়ে দেখেন, ঘরের মধ্যে রক্তাক্ত লাশ পড়ে আছে। জমিজমা নিয়ে বিরোধের জেরে তাদের হত্যা করা হতে পারে। নিহত দম্পতির জামাই অহিদুল ইসলাম জানান, কয়েক দফা মোবাইল ফোনে না পেয়ে বাড়ীতে এসে ঘরে তালাবন্ধ দেখে পুলিশকে জানায়। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, তালাবন্ধ ঘরে হাত ও মুখ বাঁধা অবস্থায় বৃদ্ধকে গোসলখানায় ও বৃদ্ধাকে ঘরের মেঝে থেকে রক্তাক্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক ধারণা করা হচ্ছে বৃদ্ধকে শ্বাসরোধ এবং বৃদ্ধাকে কুপিয়ে ও শ্বাসরোধ হত্যা করা হয়েছে। চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন জানান, হত্যার পর ওই দম্পতিকে ঘরের মধ্যে রেখে বাইরে থেকে তালা লাগিয়ে দেওয়া হয় বলে ধারণা করা হচ্ছে। এ নিয়ে পুলিশের একাধিক টিম কাজ করছে। এদিকে নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

[wps_visitor_counter]