বঙ্গবন্ধুকে কটূক্তি করায় ঝিনাইদহ থানায় মামলা

প্রকাশিত : অক্টোবর ৫, ২০২২ , ৬:৪০ অপরাহ্ণ

হেলালী ফেরদৌসী, নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এ কুরুচিপূর্ণ ও ঔদ্ধত্যমূলক আপত্তিকর-ভাবে কটূক্তি করায় এবং ওই বিষয়টি প্রকাশ পাওয়ায় জাহিদুর রহমান তারেক নামে কথিত সাংবাদিক পরিচয় দানকারীর বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় জেলা ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা ও আওয়ামী পন্থী ঝিনাইদহ সাংবাদিক ইউনিয়ন(ঝিইউজে)’র সাংগঠনিক সম্পাদক মোঃ রেজওয়ানুল ইসলাম বাপ্পি বাদী হয়ে মামলা করেন। এ ঘটনায় আওয়ামী পন্থী ঝিনাইদহ সাংবাদিক ইউনিয়ন এর নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে কটুক্তিকারী ও ঔদ্ধত্যমূলক আচরণের অভিযোগে জামায়াত-বিএনপির এজেন্ডা বাস্তবায়নকারী রাজাকারের বংশধর আসামী জাহিদুর রহমান তারেককে ঝিনাইদহের মাটিতে অবাঞ্ছিত ঘোষণা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। মামলার বিবরণে জানা যায়, সোমবার (৩অক্টোবর)আসামী মোঃ জাহিদুর রহমান তারেক (৪৫) মোবাইল ০১৭১১-৩২৬২৫২,পিং অজ্ঞাত,সাং-উপ-শহর পাড়া,সিন্ডবি পুকুর পাড়, থানা ও জেলা ঝিনাইদহ এর বিরুদ্ধে গত ইংরেজি ০৩/১০/২০২২ তারিখ রাত ১১ টা ২০ মিনিটের সময় নিজ বাড়ীতে বসে ফেসবুকের মাধ্যমে আসামী তাহার নিজ ফেসবুক আইডি Zahidur rahman tareq (Link-https./ww/w.facebook.com/tareq yahid11) থেকে ফেসবুকে চিত্রনায়ক সাকিব খানের ছবি দিয়ে “সাকিব খাঁন যে হারে বাবা হচ্ছে তাতে মনে হয় জাতির পিতা শেখ মুজিব বাদ পড়বে” শিরোনাম ফেসবুকে পোষ্ট করেছে। এতে মহান স্বাধীনতার স্থপতি বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এ ধরনের মিথ্যা, বিব্রতকর কুরুচিপূর্ণ ও ঔদ্ধত্যমূলক আপত্তিকর-ভাবে কটূক্তি মূলক তথ্য প্রচারের কারনে ঝিনাইদহসহ সারাদেশের বীর মুক্তিযোদ্ধাদের, বাংলাদেশ আওয়ামী লীগের নেতা-কর্মীদের, আওয়ামী পন্থী সাংবাদিকদের ও সাধারণ জনমনে তীব্র-ক্ষোভ ও অসন্তোষ এর বহিঃপ্রকাশ ঘটেছে। আসামী তারেক জাহিদ কর্তৃক জাতির পিতার বিরুদ্ধে উক্ত-রূপ কুরুচিপূর্ণ বিভ্রান্তিমূলক মিথ্যা বানোয়াট ও মানহানিকর তথ্য প্রচারের কারনে জনগণের মধ্যে বিশৃঙ্খলা, সামাজিক অস্থিরতা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার উপক্রম সৃষ্টি হয়েছে। এছাড়াও আসামী তারেক জাহিদ বিভিন্ন সময়ে তার ফেসবুক আইডিতে সরকার বিরোধী ও সরকারী কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের পোষ্ট করে। আসামী জাহিদুর রহমান তারেক নামক ফেসবুক আইডি থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটাক্ষ করে আপত্তিকর পোস্ট করার কারনে জাতির পিতার এ অবমাননা কেউ মেনে নিতে পারেনি ফলে ফেসবুকে ব্যাপক সমালোচনার ঝড় শুরু হয়। আসামী জাহিদুর রহমান তারেক ফেসবুক আইডিটি পুলিশি পর্যালোচনায় দেখা যায়, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির ব্যঙ্গাত্মক পোস্ট, সরকারী কর্মকর্তাদের এবং সরকারবিরোধী বিভিন্ন উস্কানিমূলক পোস্ট আসামী তারেক জাহিদের নিজ ফেসবুকে পাওয়া যায়। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, আসামী জাহিদুর রহমান তারেক সে তার নিজ ফেসবুক আইডি থেকে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, সরকারী কর্মকর্তাদের এবং সরকারবিরোধী বিভিন্ন উস্কানিমূলক উক্ত পোস্ট করা এবং ঝিনাইদহ এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করাই ছিল আসামীর একমাত্র লক্ষ্য। তার বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। ঝিনাইদহের পুলিশ সুপার মোহাম্মদ আশিকুর রহমান বিপিএম, পিপিএম (বার) এর দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) আবুল বাশার স্যারের নেতৃত্বে ঝিনাইদহ থানা পুলিশ ওই পোস্ট দেয়া আসামী তারেক জাহিদকে গ্রেফতারের জন্য মাঠে নেমে পড়েছে। জাতির পিতার আপত্তিকর-ভাবে কটূক্তির সঙ্গে জড়িত অপরাধী আসামী জাহিদুর রহমান তারেককে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে।

[wps_visitor_counter]