নোয়াখালীতে অটোরিকশা চালককে কুপিয়ে হত্যার চেষ্টা

প্রকাশিত : অক্টোবর ১৬, ২০২২ , ৯:২৭ অপরাহ্ণ

ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে অটোরিকশা চালক মোহাম্মদ উল্যাকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে কিশোর গ্যাং-এর সদস্যরা। বর্তমানে তিনি নোয়াখালী জেনারেল হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা। এ ঘটনায় আহত মোহাম্মদ উল্যাহর স্ত্রী সাজেদা বেগম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিলে উল্টো অভিযুক্তরা প্রাণ নাশের হুমকি দিচ্ছে বলে জানিয়েছেন মোহাম্মদ উল্যাহ ও তার পরিবারের সদস্যরা। অভিযোগ সূত্রে জানা যায়, গত ১২ অক্টোবর রাতে পূর্ব শত্রুতার জের ধরে মোহাম্মদ উল্লাহকে বাড়ি থেকে ডেকে নিয়ে কিশোর গ্যাং-প্রধান রুবেলের নেতৃত্বে একদল সন্ত্রাসী চাপাতি দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে। এ সময় বাঁধা দেওয়ায় মোহাম্মদ উল্যাহর ভাতিজাকে সজিবকেও সন্ত্রাসীরা পিটিয়ে আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আহত মোহাম্মদ উল্যাহর স্ত্রী সাজেদা বেগম বাদী হয়ে থানায় ওই এলাকার মাছুমার নতুন বাড়ির মৃত আলী নোয়াবের পুত্র রুবেল, ওয়াশিম, জয়নাল আবদিনের পুত্র ইউছুফসহ ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২-৩ জনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি। থানায় অভিযোগ দেওয়ায় কিশোর গ্যাং-এর সন্ত্রাসীরা উল্টো মোহাম্মদ উল্যাহর পরিবারের সদস্যদের প্রাণ নাশের হুমকি দিচ্ছে। শুধু তাই নয়, যারা মোহাম্মদ উল্যাহর পরিবারের পাশে দাঁড়াচ্ছে তাদেরও সন্ত্রাসী হুমকি ধমকি দিচ্ছে বলেও অভিযোগ রয়েছে। রোববার সন্ধায় সেনবাগ থানার অফিসার ইনচার্জ(ওসি) ইকবাল হোসেন চৌধুরীর সাথে আলাপ করলে তিনি জানান, এ ঘটনায় আমরা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

[wps_visitor_counter]