চুয়াডাঙ্গায় আদালত চত্বর থেকে হাতকড়া খুলে ডাকাতি মামলার আসামীর পলায়ন

প্রকাশিত : অক্টোবর ১৬, ২০২২ , ৯:৩১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চুয়াডাঙ্গা জেলা জজ আদালত চত্বর থেকে হাতকড়া খুলে আজিজুল শেখ (২৮) নামে এক ডাকাতি মামলার আসামি পালিয়ে গেছে। রবিবার বেলা ১১টার দিকে জেলা কারাগার থেকে প্রিজন-ভ্যান করে কোর্ট কাস্টডিতে নেয়ার সময় সে কৌশলে পালিয়ে যায়। পলায়ন-কৃত আসামী গোপালগঞ্জের মুকসুদপুর থানার জলিরপুর গ্রামের মৃত ফজল শেখের ছেলে। তার বিরুদ্ধে টাঙ্গাইলের কালিহাতি থানা ও দামুড়হুদা থানায় ডাকাতি মামলা রয়েছে। সে চুয়াডাঙ্গা জেলা কারাগারে বন্দি ছিল। চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার সময় জেলা কারাগার থেকে প্রিজন ভ্যানটি আদালত প্রাঙ্গণে পৌঁচ্ছালে আসামীদের নামানোর পর আজিজুল শেখ হাতকড়া রেখে কৌশলে পালিয়ে যায়। পুলিশ তার পেছনে ধাওয়া করেও আটক করতে পারেনি। তিনি আরও জানান, পলাতক আসামিকে গ্রেফতারের জন্য জেলা পুলিশের একাধিক টিম বিশেষ অভিযান পরিচালনা করছে। ওই ঘটনায় পুলিশ সদস্যদের অবহেলার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

[wps_visitor_counter]