নিয়োগ পরীক্ষায় নকল সরবরাহের অভিযোগে ঠাকুরগাঁওয়ে ৪ জন আটক

প্রকাশিত : অক্টোবর ২২, ২০২২ , ৬:২০ অপরাহ্ণ

বিধান দাস, নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ঠাকুরগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পরীক্ষায় নকল সরবরাহের অভিযোগে স্কুলের পিয়ন ও শিক্ষকসহ মোট চারজনকে আটক করা হয়েছে। শুক্রবার (২১ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন কেন্দ্রের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির। কেন্দ্রের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ জানায়, পিয়ন জহিরুল ও দীপ্তি রাণী নকল সরবরাহ করে পরীক্ষার্থী সফিকুল ইসলামকে। এসময় কেন্দ্রের অন্যান্য পরীক্ষার্থীরা চেঁচামেচি শুরু করলে দ্রুত হলে চলে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্কুল কর্তৃপক্ষ। এসময় ১৩০ নং কক্ষে সদর উপজেলার ফাড়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কবীর ইকবাল পরীক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো নকল ছিঁড়ে ফেলে দেয়। অন্যদিকে ১০৭ নং কক্ষে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আহম্মেদ জিব্রীল কেন্দ্রের পরিদর্শকের দায়িত্বে থেকেও ব্যবস্থা নেননি-এমন অভিযোগের ভিত্তিতে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আহাম্মেদ জিব্রীল, পিয়ন জহিরুল, ফাড়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কবীর ইকবাল এবং পরীক্ষার্থী সফিকুল ইসলামকে আটক করা হয়। তবে পলাতক রয়েছে আরেক নকল সরবরাহকারী দীপ্তি রাণী। এ বিষয়ে কেন্দ্রের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির জানান, নকলসহ হাতেনাতে চারজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। তাদের বিরুদ্ধে ডিপার্টমেন্টালী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

[wps_visitor_counter]