চৌমুহনীতে ইলেকট্রনিক্স পণ্যের দোকানে দুর্ধর্ষ চুরি

প্রকাশিত : ডিসেম্বর ৯, ২০২২ , ৬:৩৭ অপরাহ্ণ

ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর চৌমুহনীতে একটি ইলেকট্রনিক্স শো-রুমে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে শহরের পূর্বজার নাফিতের পোল এলাকার মেসার্স বিসমিল্লাহ ইলেকট্রনিক্স সেলস এন্ড সার্ভিস সেন্টারে এই চুরির ঘটনা ঘটে। চোরের দল নগদ টাকাসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। গতরাতের যে কোন সময় চোরের দল ব্যবসা প্রতিষ্ঠানের পেছনের গ্রিল ও টিন কেটে ভেতরে প্রবেশ করে নগদ সাড়ে ৬ লাখ টাকা, মূল্যবান কাগজপত্র, টিভি, ফ্রিজ, এয়ারকন্ডিশন, গুরুত্বপূর্ণ জিনিসপত্রসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় উক্ত ব্যবসা প্রতিষ্ঠানের মালিক মোস্তফা হাসান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ব্যবসায়ী মো: মোস্তফা হাসান সংবাদমাধ্যমকে জানান, তিনি রাত সাড়ে ১০ টায় শো-রুম বন্ধ করে বাসায় যান। সকাল প্রায় সোয়া ৯ টার দিকে শো-রুম খুলে দেখেন সব কিছু এলোমেলো। পেছনের টিন ও গ্রিল টাকা। তিনি চোরদের সনাক্ত করে মালামাল উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এদিকে প্রধান সড়কের পাশে এমন দুর্ধর্ষ চুরির ঘটনায় চৌমুহনীর ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মীর জাহিদুল হক রনি জানান, খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। একটি লিখিত অভিযোগও আমরা পেয়েছি। ওই মার্কেটের দারোয়ান বাবলুকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্ব-সহকারে তদন্ত করছে।

[wps_visitor_counter]