হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত : ডিসেম্বর ২০, ২০২২ , ৫:৩৮ অপরাহ্ণ

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ( র‍্যাব) সদস্যরা। আটক মাদক ব্যবসায়ীর নাম মোঃ ফারুক মিয়াকে(৩৫)। মঙ্গলবার (২০ ডিসেম্বর) বেলা আড়াইটার সময় চাঁপাইনবাবগঞ্জের জেলার সদর থানা এলাকার আলাতুলি মধ্যচর (রুবেলপাড়া) গ্রামে ওই মাদক ব্যবসায়ীর বাড়ি থেকে তাকে আটক করা হয়। ওই সময় তার কাছ থেকে ১কেজি ৫০০গ্রাম হেরোইন জব্দ করা হয়। র‌্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দীর্ঘদিন যাবৎ একটি মাদক চোরাচালান চক্র আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সীমান্তবর্তী এলাকায় পার্শ্ববর্তী দেশ হতে অবৈধ মাদকদ্রব্য চোরাচালান করে রাজধানীসহ দেশের সকল প্রান্তে মাদক সরবরাহ করে আসছিল। গোপনে সংবাদ পেয়ে সিপিএসসি র‌্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল মাদক ব্যবসায়ীর বসতবাড়ীর চতুর্দিক ঘেরাও করে তল্লাশীকালে বসত বাড়ির ভিতরে পশ্চিম পাশে খোলা টিনের ছাপড়ার ঘরের ভিতর থেকে ১টি সাদা রংয়ের প্লাস্টিকের বাজারের ব্যাগের ভিতরে রক্ষিত ১ কেজি ৫০০ গ্রাম হেরোইন জব্দ করে। যা প্যাকেট-জাত করে অভিনব কায়দায় মাদক ব্যবসায়ীর কাছে বিক্রয় করে। এই বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে।।

[wps_visitor_counter]