চাঁপাইনবাবগঞ্জে কয়েন প্রতারক চক্রের মূলহোতাসহ ৪ জন আটক

প্রকাশিত : ডিসেম্বর ২৯, ২০২২ , ৮:০৬ অপরাহ্ণ

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার মুক্তাসা হল রোডের মেডিক্যাল রোড কলোনি মসজিদের পাশে মোঃ দেলোয়ার হোসেন এর থাই এন্ড এলুমিনিয়াম দোকানের ভিতর থেকে অতি মূল্যবান মুদ্রা (চার কোটি টাকা) বিক্রয়ের নামে প্রতারণা করে সাধারণ মানুষের লক্ষ টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের মূলহোতাসহ ৪ জনকে আটক করে র‌্যাব-৫। আটককৃত ব্যক্তিরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার নুনগোলা গ্রামের জোহাক আলী ও আমেনা বেগমের ছেলে মোঃ রবিউল ইসলাম (৪০) (মূলহোতা), সাহেবগ্রাম মহলার মৃত সাজ্জাদ আলী ও মৃত লালমন বিবির ছেলে মোঃ এরফান আলী (৬৫), রহনপুর ডাকবাংলা পাড়ার মোঃ জোবদুল হক ও মোছা: রজলি বেগমের ছেলে মোঃ ওবায়দুল ইসলাম (৪০) এবং নওগাঁ জেলার বদলগাছি উপজেলার দেউলিয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাক ও মোছা: রাশেদা বেগমের ছেলে মোঃ আশরাফুল ইসলাম (৪৩)।
র‌্যাব-৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে (২৯ ডিসেম্বর) নিশ্চিত করে জানায় সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের র‌্যাব-৫ এর একটি অপারেশন দল (২৮ ডিসেম্বর) বিকেলে ৪.৩০ মিনিটের সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানি অধিনায়ক লে: কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান চালিয়ে অতি মূল্যবান মুদ্রা (চার কোটি টাকা) বিক্রয়ের নামে প্রতারণা করে সাধারণ মানুষের লক্ষ টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের মূলহোতাসহ ৪ জন সদস্যকে ১টি ভুয়া কয়েন, ২টি কাটার, ১টি কাচের গ্লাসসহ আটক করে। আটককৃতরা একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য।
উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় মামলা করা হয়।

[wps_visitor_counter]