ময়মনসিংহ জেলা জামায়াতের আমির গ্রেফতার

প্রকাশিত : জানুয়ারি ৫, ২০২৩ , ৭:৪২ অপরাহ্ণ

ময়মনসিংহ ব্যুরো, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ময়মনসিংহ জেলা জামায়াতের আমির মোঃ আব্দুল করিমকে (৬৩) বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত আগের একটি মামলায় গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকাল ৮টার দিকে ময়মনসিংহ মহানগরীর মহারাজা রোডের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে বিকেল ৩টার দিকে তাকে ময়মনসিংহের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠিয়েছে পুলিশ। কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) মোঃ ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বিশেষ ক্ষমতা আইনের আগের একটি মামলায় এই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৫ (পাঁচ) দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে। এর আগে গত বছরের ২২ অক্টোবর নগরীর চরপাড়া এলাকায় বেআইনিভাবে জনতাবদ্ধ হয়ে দাঙ্গা সৃষ্টি, রাষ্ট্র বিরোধী শ্লোগান, যান চলাচল ও সরকারি কাজে বাধা এবং নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে পুলিশ মামলাটি করে।

[wps_visitor_counter]