মৌলভীবাজারে পুলিশ এসল্ট মামলায় জামিন পেয়েছে বিএনপি নেতৃবৃন্দ

প্রকাশিত : জানুয়ারি ১০, ২০২৩ , ৫:৪৫ অপরাহ্ণ

মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মৌলভীবাজারে পুলিশ এসল্ট মামলায় জামিন পেয়েছেন বিএনপি নেতৃবৃন্দ। মঙ্গলবার (১০ জানুয়ারি) চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মৌলভীবাজারে হাজির হয়ে জামিনে মুক্তি লাভ করেন। জামিন প্রাপ্তরা হলেন: জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, জেলা যুবদল নেতা সেলিম মোহাম্মদ সালাহউদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি আমিরুল ইসলাম সাহেদ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য-সচিব মামুনুর রশিদ, জেলা ছাত্রদলের সহ সভাপতি মোঃ রিপন মিয়া, জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক আল আমিন। ১৩ নভেম্বর ২০২২ খ্রিষ্টাব্দে মৌলভীবাজার মডেল থানায় দায়েরকৃত পুলিশ এসল্ট মামলায় উপরোক্ত আসামীরা ৩০ নভেম্বর ২০২২ খ্রিষ্টাব্দে মহামান্য হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন লাভ করেন এবং মহামান্য হাইকোর্টের আদেশ মোতাবেক বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, মৌলভীবাজারে সোমবার (৯ জানুয়ারি) বন্ড প্রদান করেন। মহামান্য হাইকোর্টের আদেশ মোতাবেক মঙ্গলবার ১০ জানুয়ারি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মৌলভীবাজারে হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে বিজ্ঞ আদালত দীর্ঘ শুনানি শেষে তাদের জামিন পুলিশ রিপোর্ট পর্যন্ত মঞ্জুর করেন। এ সময় রাষ্ট্র পক্ষে কোর্টের সিএসআই জামিনের বিরোধিতা করেন। আসামী পক্ষের আইনজীবী হিসাবে শুনানিতে অংশগ্রহণ করেন এডভোকেট সৈয়দ নেপুর আলী এবং তাকে শুনানিতে সহযোগিতা করেন সিনিয়র এডভোকেট মুজিবুর রহমান মুজিব, সিনিয়র এডভোকেট গিয়াস উদ্দিন মজনু, এডভোকেট মোঃ বিল্লাল হোসেন ।

[wps_visitor_counter]